দেশজুড়েপ্রধান শিরোনাম

২০২০ সাল থেকে সকল হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায়

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আগামী বছর (২০২০ সাল) থেকে বাংলাদেশের সব হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকার আশকোনা হজ ক্যাম্পে সম্পন্ন করা হবে। এ উদ্দেশ্যে আশকোনার হজ ক্যাম্প সম্প্রসারণ ও সংস্কারের নির্দেশ দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

রবিবার (২৭ অক্টোবর) এই সংক্রান্ত এক সভায় সংশ্লিষ্টদের প্রতি তিনি এই নির্দেশ দেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার ফলে ২০০৯ সাল থেকে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ধীরে ধীরে পেয়েছে। ২০০৯ সালে যেখানে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন। ২০১৯ সালে হজযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জনে। এই বছর সৌদি সরকারের মক্কা রুট ইনিশিয়েটিভ কর্মসূচির অধীনে প্রায় অর্ধেক হজযাত্রী সৌদি আরব অংশের ইমিগ্রেশন জেদ্দার পরিবর্তে ঢাকায় সম্পন্ন করেছেন। ২০২০ সালে সব হজযাত্রীকে এ কর্মসূচির অধীনে আনা হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতে হজযাত্রীর সংখ্যা যেমন বাড়বে, তেমনি এ সংক্রান্ত কার্যক্রমও বাড়বে।’

Related Articles

Leave a Reply

Close
Close