খেলাধুলা
নাসিরের প্রতি নিষেধাজ্ঞা !
ঢাকা অর্থনীতি ডেস্ক: ক্রিকেটারদের আন্দোলনে এক ধাক্কাতেই ম্যাচ ফি দ্বিগুণ হয়ে গেছে। এই রাউন্ড থেকে প্রথম স্তরের ক্রিকেটাররা পাবেন ৭০ হাজার টাকা করে। যেটি আগে ছিল ৩৫ হাজার টাকা। দ্বিতীয় স্তরের ম্যাচ ফিও ২৫ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ হাজার টাকা।
এদিকে, বর্ধিত ম্যাচ ফি’তে মাঠে নামার আগেই এক ম্যাচ নিষিদ্ধ হলেন রংপুরের অধিনায়ক নাসির হোসেন। অখেলোয়াড়সুলভ আচরণের কারণেই এই নিষেধাজ্ঞা।
বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন দুটি কারণে নিষেধাজ্ঞা পেয়েছেন নাসির, প্রথম ম্যাচে বোলিংয়ের সময় সে সিরিয়াস ছিল না। দ্বিতীয় ম্যাচে আবেদনে সাড়া না দেওয়া আম্পায়ারকে গালি দিয়ে বসে।
দ্বিতীয় রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচে আম্পায়ারকে গালি দেওয়ায় এর আগে নাসিরকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাও গুনতে হয়েছে।