ব্যাংক-বীমাশিল্প-বানিজ্য
ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিতে আবারও সময় বাড়লো
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিতে ফের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক। যারা খেলাপি ঋণ পুনঃতফসিলের জন্য এরই মধ্যে আবেদন করেছেন, তাদের সুবিধা দিতে এ বাড়তি সময় পাবে ব্যাংকগুলো।
বুধবার (২৩ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিতে এ নিয়ে পাঁচ দফায় সময় বাড়ানো হলো।
বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনে বলেছে, খেলাপি ঋণ পুনঃতফসিল সুবিধা দেওয়ার ক্ষেত্রে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত কার্যক্রম চালানো যাবে। তবে নতুন করে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রজ্ঞাপনটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, গত ১৬ মে জারি করা নির্দেশনা অনুযায়ী, পুনঃতফসিলের সুবিধা নিতে ঋণখেলাপিদের আবেদনের সময় দেওয়া হয় ২০ অক্টোবর পর্যন্ত। এর পর নতুন করে আর কোনো আবেদনপত্র নেওয়া যাবে না।
এর আগে ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিতে কেন্দ্রীয় ব্যাংক চার দফায় সময় বাড়ায়। গত ১৬ মে জারি করা নির্দেশনায় খেলাপি ঋণ পুনঃতফসিল করতে ১৬ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল; কিন্তু খেলাপিদের দাবির মুখে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। পরে আবার সময় বাড়িয়ে করা হয় ২০ সেপ্টেম্বর। সর্বশেষ এক মাস সময় বাড়িয়ে নতুন সময় নির্ধারণ করা হয় ২০ অক্টোবর পর্যন্ত।