বিশ্বজুড়ে

আফগানিস্তানে ১৫ পুলিশকে হত্যা করেছে তালেবানরা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক পুলিশ চেকপয়েন্টে হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান।

সোমবার রাতে কুন্দুজ প্রদেশের আলি আবাদ জেলায় ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষ চলে। হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা। এ খবর দিয়েছে আল-জাজিরা।

গোলাম রাব্বানি নামের ওই কর্মকর্তা জানিয়েছেন, ঘটনায় আরো দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গত কয়েকদিন ধরেই কুন্দুজের দাশতি আরচি ও ইমাম শাহেব জেলায় তালেবানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিল আফগান সেনারা। এরইমধ্যে পুলিশের ওপর ওই হামলা হলো।

হামলার পরই আফগান পুলিশ হত্যার দায় স্বীকার করেছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। কুন্দুজে জঙ্গি গোষ্ঠীটির শক্ত অবস্থান রয়েছে। প্রদেশটির বেশির ভাগ জেলাই তারা নিয়ন্ত্রণ করে থাকে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close