খেলাধুলা

লাভের ভাগ চান ক্রিকেটাররা

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে রাজস্বের ভাগ চেয়েছেন ক্রিকেটাররা৷ নারী ক্রিকেট দলকেও তাদের ন্যায্য ভাগ দেয়ার দাবি জানিয়েছেন তারা৷
আগের ১১ দফা দাবির সঙ্গে নতুন করে এই দুটি দাবি জুড়ে দিয়ে বুধবার বিসিবিতে চিঠি পাঠিয়েছেন আন্দোলনরত ক্রিকেটাররা৷

এদিন গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান ক্রিকেটারদের নতুন দাবিগুলো সাংবাদিকদের জানান৷

ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানোসহ এর আগে ১১টি দাবি জানিয়ে ধর্মঘটে যান ক্রিকেটাররা৷ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একে বিশেষ মহলের ষড়যন্ত্র এবং দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার চক্রান্ত বলে মন্তব্য করেন৷

এখনই এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না জানিয়ে মুস্তাফিজ জানান, বোর্ডের সঙ্গে বসতে ক্রিকেটাররা প্রস্তুত আছেন৷

পরবর্তী পদক্ষেপ ঠিক করতে সংবাদ সম্মেলন শেষে মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজকে ছাড়া নিজেদের মধ্যে আলোচনায় বসেন ক্রিকেটাররা৷ তার আগে সাকিব জানান, দ্রুত সমস্যার সমাধান করে যত শিগগির সম্ভব খেলায় ফিরতে চান তারা৷
/একে

Related Articles

Leave a Reply

Close
Close