ভ্রমন

ঈদের ছুটিতে কালা পাহাড় ভ্রমণ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ যারা টেকিং (পাহাড়ে ওঠা) পছন্দ করেন; তারা একটি পাহাড় থেকে ফিরে এসেই মনে মনে আরেকটি ট্রেকিংয়ের জায়গা খুঁজতে থাকেন। কয়েকদিন গেলে ভেতরে ভেতরে আফসোস জাগে, ‘আহা রে! কবে যাব পাহাড়ে’। ১৫ দিন আগেই ঠিক ছিল, আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম উচ্চতার পাহাড় ‘কালা পাহাড়ে’। কিন্তু এ কয়টা দিন অপেক্ষা করাটাই ছিল কষ্টের।

অবশেষে কালা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে পেরে আমাদের ১৫ সদস্যের সবাই আনন্দে পরিপূর্ণ। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কালা পাহাড় উচ্চতায় ১ হাজার ১০০ ফুট। এ পাহাড়ের ৬০ শতাংশ বাংলাদেশে পড়েছে, বাকি অংশ পড়েছে ভারতের উত্তর ত্রিপুরা। এর সর্বোচ্চ বিন্দু থেকে দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওরের নীল পানি দেখা যায়।

কালা পাহাড়কে স্থানীয় ভাষায় ‘লংলা পাহাড়’ নামে ডাকা হয়। বাংলাদেশ জিওগ্রাফিক সোসাইটির মতে, কালা পাহাড়টি ‘হারারগঞ্জ পাহাড়’ নামেও পরিচিত। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থান করা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন এক্সট্রিম অ্যাডভেঞ্চারাস ট্রেকিং ট্রেইলের ট্রিপ দেওয়ার জন্য। আরো আছে অপূর্ব সুন্দর আজগরাবাদ চা বাগান। মোটকথা একদিনে এক্সট্রিম ট্রেকিংয়ে জন্য এরচেয়ে আদর্শ জায়গা আর হতেই পারে না।

এখানে খাসিয়া জাতি-গোষ্ঠীর মানুষ প্রায় সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী। প্রায় ৫শ’ পরিবার নিয়ে সীমান্তবর্তী বেগুনছড়া, পুঁটিছড়া, লবণছড়া পুঞ্জির লোকজনের বসবাস। আশপাশে আরো বেশ ক’টি খাসিয়া পুঞ্জি রয়েছে। এখানকার মানুষের আয়ের প্রধান উৎস হচ্ছে পান চাষ। ভারতের বিখ্যাত প্রাচীন প্রত্নতাত্ত্বিক লল ধর্মীয় স্থান ঊনকোটি এ পাহাড়ের পাদদেশে অবস্থিত। কুলাউড়া শহর থেকে কালা পাহাড়ের দূরত্ব আনুমানিক ৩৫ কিমি। প্রথমে যেতে হবে আজগরাবাদ চা বাগানের গেইটে। সেখান থেকে প্রায় ৪০ মিনিট পায়ে হেঁটে পৌঁছতে হবে বেগুনছড়া খাসিয়া পুঞ্জিতে। সেখান থেকে পুঞ্জির মন্ত্রীকে (হেডম্যান) বলে গাইড নিয়ে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টার ভেতরে পৌঁছে যাবেন কালা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়।

আজগরাবাদ চা বাগান থেকে বেগুনছড়া পুঞ্জি যাওয়ার পথে ফানাই নদীসহ আরও ৮টি পাহাড়ি বড় খাল পাওয়া যায়। বাঁশের সাঁকো দিয়ে যাওয়ার সময় পাহাড়ি উঁচু-নিচু পথে অন্যরকম ভালো লাগা কাজ করে। যতটা সামনে এগিয়ে যাবেন বুঝতে পারবেন প্রকৃতি আপনাকে স্বাগত জানানোর জন্য দুই হাত প্রসারিত করে অপেক্ষা করছে। বেগুনছড়া পুঞ্জি থেকে কালা পাহাড় যাওয়ার পথে উপভোগ করবেন অন্যরকম এক্সট্রিম অ্যাডভেঞ্চার। কখনো ঝিরি পথে, কখনো খাড়া পাহাড়ি পথে ঘন জঙ্গলের ভেতর দিয়ে এগোতে থাকবেন। হাঁটতে হাঁটতে পথে দেখা পাবেন হাতির মলের, ভাগ্য ভালো থাকলে হাতির দেখাও পেতে পারেন।

স্থানীয়দের মতে, একসময় প্রচুর হাতি ছিল যা বর্তমানে নেই এবং ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া থাকায় বন্যহাতিরা এ এলাকায় এখন আর আসে না। তবে পোষ্য হাতির বিচরণ আছে এখানে। নানা রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে পেতে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা হাঁটার পর পৌঁছে যাবেন কালা পাহাড়ের স্বচ্ছ চূড়ায়। পাহাড়ের চূড়া থেকে এ পথেই আবার ফিরতে পারেন। তবে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পেতে এবং ট্রেকিং প্রিয় হলে কালা পাহাড়ের উল্টো দিকে মুড়াইছড়া ইকোপার্ক হয়ে জুড়ী উপজেলার ফুলতলা হয়ে বের হতে পারেন। এ ক্ষেত্রে আগেই গাইডকে বলতে হবে। কারণ সব গাইড এ রাস্তা চেনে না। যেহেতু কালা পাহাড়ের একটি অংশ ভারতে এবং পাশেই সীমান্ত, তাই ভুল পথে গেলে বড় বিপদ হতে পারে। গাইডের কথার বাইরে এক পা-ও এগোনো যাবে না এবং দলছুট হওয়া যাবে না।

আমরা আগেই ঠিক করে রেখেছিলাম, কালা পাহাড় থেকে আমরা উল্টো পথে জুড়ী উপজেলার ফুলতলা হয়ে বের হব। সেভাবেই আমরা ট্রেকিং করি। এই পথে মানুষ কম যায়, তাই সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা হবে। প্রায় ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টার রাস্তা। পুরো রাস্তাটাই চ্যালেঞ্জিং, পরতে পরতে অ্যাডভেঞ্চার। কোথাও একেবারে খাড়া হয়ে নামতে হবে, আবার কোথাও একেবারে খাড়া পাহাড়ি পথে উঠতে হবে। তার ওপর প্রচুর ঝিরি পথ, পাহাড়ি ছড়া এবং বাঁশ বাগানের ভেতর সরু খাড়া রাস্তায় বাঁশের শুকনো পাতার ১-২ ফুট প্রলেপ। খাড়া রাস্তায় বাঁশের পাতায় পা দিয়ে মাঝে মাঝে ৪-৫ হাত জায়গা গড়িয়ে চলে যাবেন। অর্থাৎ প্রতিমুহূর্তে নতুন নতুন অ্যাডভেঞ্চার আপনার ভালো লাগাকে দ্বিগুণ করে দেবে।

এভাবে আমাদের ১৮ জনের দল কালা পাহাড় থেকে মুড়াইছড়া ইকোপার্কের ভারত সীমান্তবর্তী জুড়ী উপজেলার রাজকি চা বাগন দিয়ে বের হয়ে লোকালয়ের দেখা পেলাম। সামনে সবুজ মাঠ। তখন কারো পা চলছিল না। সবাই তখন ক্লান্ত। এ লম্বা ট্রেইলে আমরা কোথাও একটু বিশ্রাম করতে পারিনি। কারণ সাড়া পথেই প্রচুর জোঁক। যে কারণে কোথাও বসার সুযোগ ছিল না। তাই মাঠের সবুজ ঘাসকেই মনে হয়েছে সবচেয়ে নিরাপদ বিছানা। সেখানে আমরা ২০ মিনিট বিশ্রাম নেই। সেখান থেকে আমরা জুড়ীর ফুলতলা বাজারে পৌঁছে ফিরতি বাসে যার যার গন্তব্যে চলে এলাম। রোমাঞ্চকর এই কালা পাহাড় এবং সেখান থেকে মুড়াইছড়া ইকোপার্ক বিচরণ করে লোকালয়ে ফেরার স্মৃতি দীর্ঘদিন আনন্দের সাথে মনে থাকবে।

তবে সুন্দর এই পাহাড় ভালো নেই মানুষের থাবার কারণে। এত বড় দুর্গম এলাকা, তবুও বনের ভেতরে পুরাতন গাছ তেমন একটি নেই। পথে পথে প্রচুর পোষ্য হাতির মল থেকে সহজেই বোঝা যায়, গাছ চোরেরা এখানে সক্রিয় এবং তারা হাতি দিয়ে গাছ বহন করে। এখানে পর্যটনের জন্য সরকারি কোন উদ্যোগ নেই। এমনকী একটি সাইনবোর্ড পর্যন্ত নেই। যাতে অন্তত জায়গার নামটি লেখা থাকবে। নেই প্রশিক্ষিত কোন গাইড।

ঢাকা থেকে সরাসরি কুলাউড়াগামী ট্রেন এবং বাস পাওয়া যায়। প্রথমে কুলাউড়া থেকে নেমে গাড়িযোগে রবিরবাজার হয়ে আজগরাবাদ চা বাগানে যেতে হবে। লোকাল গাড়িতে গেলে চল্লিশ টাকার মতো খরচ পড়বে। রিজার্ভ করলে ৩-৪শ’ টাকা। এরপর বেগুনছড়া পুঞ্জির মন্ত্রীর কাছ থেকে স্থানীয় গাইড নিয়ে পাহাড় আরোহন করে পৌঁছে যাবেন কালা পাহাড়ের চূড়ায়।

পাহাড়ি পথে হাঁটার প্রস্তুতির জন্য মানসিকতার পাশাপাশি ট্রেকিং উপযোগী পোশাক এবং জুতা নিতে হবে। অবশ্যই এনার্জি ধরে রাখার ব্যাপারে খোয়াল রাখতে হবে। সঙ্গে পর্যাপ্ত পানি, পাওয়ার ব্যাংক, গামছা, ক্যাপ, ছাতা, গ্লুকোজ, স্যালাইন ও এনার্জি ড্রিংক নিতে হবে।

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close