দেশজুড়েপ্রধান শিরোনাম

কৃমিনাশক ওষুধ সেবনে শিশু কন্যার মৃত্যু, ২ ছেলে হাসপাতালে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হবিগঞ্জে কৃমিনাশক ওষুধ সেবনে সাথী আক্তার নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির অপর দুই ভাইকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সদর উপজেলার উচাইল গ্রামে এ ঘটনা ঘটে।

সাথী ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

ওই শিশুদের মা ফাহিমা আক্তার জানান, শুক্রবার বিকেলে তিনি তার তিন শিশু সন্তানকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান। এর কিছুক্ষণ পর শিশুরা পেটে ব্যথা অনুভব করায় কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে তারা বমি করতে থাকে। এ অবস্থায় সন্ধ্যায় তাদের আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক সাথী আক্তারকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার অপর দুই শিশু সন্তান তোফাজ্জল হোসেন ও রবিউল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হায়দার আলী জানান, শিশুটি খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে না।

Related Articles

Leave a Reply

Close
Close