দেশজুড়ে
মালয়েশিয়ায় বিমানে ত্রুটি, রক্ষা পেলেন সিলেট সিটি মেয়র
ঢাকা অর্থনীতি ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বিমান ক্রটির কারণে ফিরতে পারে নি।
থাই এয়ারলাইন্সের ওই বিমানে ক্রটি দেখা দেওয়ায় তা উড্ডয়নের চেষ্টা করে ব্যর্থ হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের আরেকটি বিমানে যান্ত্রিক ক্রটি দেখা দেওয়ায় মেয়র আরিফসহ অন্য যাত্রীরা ওইদিন ফিরতে পারেন নি। ফলে দুই দফা দুর্ঘটনা থেকে মেয়র আরিফসহ সকল যাত্রী রক্ষা পেয়েছেন।
মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে থাই এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা ছিল। কিন্তু উড্ডয়নে ব্যর্থ হলে ফ্লাইট বাতিল করা হয় বলে জানিয়েছেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাহাব উদ্দিন শিহাব।
তিনি জানান, বৃহস্পতিবার রাতেও মালয়েশিয়া থেকে ঢাকা ফেরার পথে অল্পের জন্যে ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পান মেয়র ও তার সফরসঙ্গীরা। এজন্য মেয়র শুকরিয়া আদায় করেছেন বলে জানান শিহাব।
/একে