জীবন-যাপন

সুন্দর ছবি তুলতে কেমন পোজ দেবেন?

ঢাকা অর্থনীতি ডেস্কঃ একটা সুন্দর ছবির জন্যে পোজ এর গুরুত্ব অনেক। ভালো কম্পোজিশন এর একটা ছবিতে সুন্দর পোজ আপনার ছবি আরও আকর্ষণীয় করে তুলবে। তবে ক্যামেরার সামনে এসে দাঁড়ালে অনেকেরই একটা লজ্জাবোধ কাজ করে।

ক্যামেরার সামনে ভালো পোজ দেয়ার জন্য কিছু কৌশল আছে। আসুন সেই টিপসগুলো জেনে নিই।

১। যদি আপনার ছবি তোলার সময় চোখ পিট পিট করার অভ্যাস থাকে তাহলে, ছবি তোলার আগ মুহূর্তে চোখ বন্ধ রাখুন, ক্যামেরা ক্লিক করার আগে আস্তে আস্তে চোখ খুলুন।

২। যাদের ডাবল চিন আছে তারা ছবি তোলার সময় ঘাড় লম্বা করুন এবং মাথাটা সামনের দিকে এনে চিবুক নিচের দিকে চেপে রাখুন। এতে সত্যিই ভালো দেখাবে।

৩। আপনার মেকআপ ত্বকের সাথে মিলেছে কিনা দেখুন। যদি আপনার ফাউন্ডেশন ফ্যাকাশে হয় তাহলে ছবি তোলার সময় যখন ফ্ল্যাশ আপনার ত্বকে এসে লাগবে তখন তা ছবিতে অবশ্যই বোঝা যাবে।

৪। আপনার কিছু ভালো ছবি দেখে বোঝার চেষ্টা করুন কেন এই ছবিগুলোতে আপনাকে ভালো লাগছে। পরবর্তীতে ছবি তোলার সময় সেই বিষয়গুলো মাথায় রাখুন।

৫। গালে ব্লাশন ব্যবহার করুন, হালকা গোলাপি ব্লাশন আপনার মুখের গঠন ভালো দেখাবে।

৬। ক্যামেরার দিকে সরাসরি না দাড়িয়ে এক সাইড হয়ে দাঁড়ান এবং মাথাটা ক্যামেরার দিকে ঘুরান। এতে আপনাকে স্লিম দেখাবে।

৭। ছবি তোলার সময় সরাসরি আলোর নীচে দাড়াবেন না, এতে মুখে ছায়া পড়তে পারে। প্রাকৃতিক আলোর সামনে দাঁড়ান। যেমন- জানালার সামনে বা এমন জায়গায় দাঁড়ান যেখানে নরম আলো এসে আপনার মুখে পড়বে।

৮। ছবি তোলার সময় উজ্জ্বল রঙের কাপড় পরুন। বিশেষ করে মুখের কাছাকাছি যে কাপড় থাকবে তা যেন উজ্জ্বল হয় সেদিকে লক্ষ্য রাখুন। কোন কোন সময় কালো রংও ভালো দেখায়।

৯। ছবি তোলার সময় ফটোগ্রাফারের সাথে কোন হাসির কথা বলুন বা কৌতুক করুন। এতে ছবি সাবলীল আসবে।

/আরএইচ

Related Articles

Leave a Reply

Close
Close