আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় খাল পরিদর্শনে যেতেই বাধার মুখে ম্যাজিস্ট্রেট, ৪ জনের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় অবৈধ ভাবে দখল করা খালের অবস্থান পরিদর্ধাশনে যেতেই বাধা মুখে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় অভিযুক্ত ৪ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় নয়নজুড়ি খাল পরিদর্শনে গিয়ে এই কারাদন্ড প্রদান করে নির্বাহি ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
সাজাপ্রাপ্তরা হলো- কুমিল্লা জেলার বুড়িচং থানার বাড়িকুটা গ্রামের মোঃ আব্দুল বারেকের ছেলে মোঃ জসিম উদ্দিন (৪০), বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মৃত হানিফ খানের ছেলে কামাল আহমেদ (৪৫), নরসিংদী জেলার পলাশ থানার কাজীরচর এলাকার মৃত শরাফত আলীর ছেলে মোঃ রুহুল আমিন (৪৪), খুলনা জেলার বটিয়াঘাটা থানার গংগারামপুর গ্রামের মইজ উদ্দিন বিশ্বাসের ছেলে মোশারফ হোসেন (৪২)। তারা সবাই জামগড়ার প্যারাগন ফিড কারখানায় চাকরী করে।
নির্বাহী ম্যজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, নয়নজুলি খালের পানি প্রবাহ বন্ধ করে তৈরীকৃত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা হিসেবে পরিদর্শনে যাই। জামগড়া এলাকায় নয়নজুড়ি খাল সংলগ্ন প্যারাগন ফিড কারখানার ভিতরে গিয়ে দেখা যায় বালুর বস্তা দিয়ে খালের উপরে বাঁধ দিয়ে রেখেছে কারখানাটির কর্মকর্তা-কর্মচারীরা। এসময় আমরা বাঁধটি খুলে দিয়ে দখলমুক্ত করার সময় ওই কারখানার কর্মকর্তা-কর্মচারীরা সেখানে বাধা দেয়। এঘটনায় চারজনকে আটক করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় চৌদ্দ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্য জায়গা জুড়ে খালের বিভিন্ন অবৈধ উচ্ছেদ পরিচালনা করা হবে। ইতিমধ্যে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে নদী কমিশনে পাঠানো হয়েছে।