দেশজুড়ে
চট্টগ্রামের যুবলীগ নেতা খোরশেদ ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রামের র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি খোরশেদ নিহত হয়েছেন। রবিবার (১৩ই অক্টোবর) রাতে সাড়ে ১০টার দিকে, চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে খোরশেদ’ নিহত হন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা থেকে খোরশেদকে অস্ত্রসহ আটক করা হয়। এরপর, তার দেয়া তথ্য অনুযায়ী খোরশেদকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে যান র্যাব-৭ এর সদস্যরা। সে তথ্য অনুযায়ী, আগ্রাবাদ এলাকায় তার আস্তানায় অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে খোরশেদের অনুসারীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময়, আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে তার সহযোগিরা পালিয়ে যায়। পরে, খোরশেদের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলসহ তিনটি অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
র্যাবের দাবি নিহত খোরশেদ তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ৮ট মামলা আছে বলেও জানানো হয়।