বিশ্বজুড়ে
ভোটের ফলাফলের পর মমতার কবিতা ‘মানি না’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ এবার ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা লিখলেন পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (২৪ মে) টুইট করে কবিতাটি সামনে আনলেন তিনি। সেই কবিতার প্রতিটি লাইনেই ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে লিখেছেন তিনি। বার বার বলার চেষ্টা করেছেন, ধর্মীয় সাম্প্রদায়িকতায় তিনি বিশ্বাস করেন না।
তৃণমূলের দুর্ভেদ্য দুর্গে ধরেছে বড়সড় ফাটল। কাজ করেনি ‘বিয়াল্লিশে বিয়াল্লিশ’-এর স্লোগান। উল্টে রাজ্যে ১৮টি আসন দখল করে এখন তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি।
পশ্চিমবঙ্গে আগামী দিনে তৃণমূলের রাস্তা যে খুব একটা মসৃণ হবে না, সেই লিখন এখন বেশ স্পষ্ট বাংলার রাজনৈতিক দেওয়ালে। বৃহস্পতিবার ফলাফল সামনে আসার পর থেকে একটু চুপই আছেন তৃণমূলনেত্রী।
প্রথা মাফিক এখনও কোনও শুভেচ্ছা জানাননি দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলা নরেন্দ্র মোদীকে। বৃহস্পতিবার (২৩ মে) শুধু টুইট করে বলেছিলেন, ‘জয়ীদের অভিনন্দন। কিন্তু যারা হেরেছেন, তারা সবাই হারেননি। আমাদের একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে হবে এবং তারপরে আমরা আমাদের মতামত আপনাদের জানাব।’