প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

আজকের মধ্যে দাবি না মানলে বুয়েটে তালা দেয়ার হুমকি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসিসহ ১০ দফা দাবিতে গতকাল টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনে সংহতি জানিয়েছে বুয়েট শিক্ষক সমিতি। মানববন্ধন করেছেন সাবেক শিক্ষার্থীরাও। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করার জন্য আজ দুপুর পর্যন্ত উপাচার্যকে সময় বেঁধে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি না মানলে বুয়েটে তালা দেয়ার হুমকি দিয়েছেন তারা।

আবরারের হত্যাকারীদের বিচারসহ ১০ দফা দাবিতে গতকাল বেলা ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। দুপুরে বুয়েট শহীদ মিনারে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুয়েট উপাচার্য সাইফুল ইসলামকে তাদের সঙ্গে দেখা করার জন্য আজ দুপুর পর্যন্ত সময় বেঁধে দেন।

পাশাপাশি আবরারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ বিভিন্ন উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তারা। মামলার অভিযোগপত্র না দেয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষায় না যাওয়ার ঘোষণা রয়েছে তাদের।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close