ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে আলোচিত ডাকাতি ও স্কুলছাত্র হত্যা মামলায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার ধামরাইয়ে আলোচিত ডাকাতি ও স্কুলছাত্র হত্যা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা এ খবর নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিরা হল, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের সমেজ আলী প্রামাণিকের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩২) এবং ধামরাই উপজেলার বাউটিয়া গ্রামের গোপালের ছেলে নজিম উদ্দিন নাজিম (৩৯)।

নাজিমকে বুধবার (৯ অক্টোবর) রাতে এবং সিরাজগঞ্জের মোয়াজ্জেমকে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে গ্রেফতার করা হয়।

ওসি দীপক চন্দ্র সাহা বলেন,, নাজিম ডাকাতির মুল পরিকল্পনাকারী। বাকী পালাতকদের বাড়ি সিরাজগঞ্জে। তারা পেশায় রিকসা চালক ও দিনমজুর। তার আড়ালে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল। ডাকাতিতে বাঁধা দেয়ায় খুন করা হয় স্কুল পড়ুয়া ছাত্রকে।

তিনি আরও জানান, আজ সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। দুপুরে তারা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ঢাকার ধামরাইয়ে জালসা বাগবাড়ী গ্রামে ডাকাতিকালে ধারালো অস্ত্রের আঘাতে রমজান আলী নামে জালসা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্র নিহত হয়। ওই ঘটনার প্রেক্ষিতে ধামরাই থানায় মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে উল্লেখিত আসামিদের গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close