তথ্যপ্রযুক্তিবিশ্বজুড়ে

আসছে সম্পূর্ণ নতুন ডিজাইনের স্মার্টফোন

ঢাকা অর্থনীতি ডেস্ক: বিশ্বকে চমকে দিতে সম্পূর্ণ নতুন ডিজাইনের স্মার্টফোন আসছে বাজারে। নতুন ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসছে ফোন কোম্পানি এসেনসিয়াল। তুলনামুলক লম্বা ও সরু এই ফোনের সামনে থাকছে ফুল স্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লের বাম দিকে উপরে পাঞ্চ হোলে থাকছে সেলফি ক্যামেরা। থাকছে সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস। ফোনের পিছনে একটি ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

সম্প্রতি টুইটারে এসেনসিয়াল এর দ্বিতীয় স্মার্টফোনের ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে একাধিক রঙে এই ফোন দেখা গিয়েছে। নতুন ফোনের ডিজাইন গোটা বিশ্বের টেক প্রেমীদের নজর কেড়েছে। লঞ্চের আগে মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক পেটেন্ট ফাইল করেছে কোম্পানিটি।

বছর দুই আগে এসেনসিয়াল এর একমাত্র ফোন লঞ্চ হয়েছিল। এই সময় প্রায় সব স্মার্টফোন ডিজাইনে যে পাতলা বেজেল দেখা যায় সেই ডিজাইনের অন্যতম পথপ্রদর্শক ছিল কোম্পানির প্রথম স্মার্টফোন। আবার স্মার্টফোন ডিজাইনে বিপ্লব আনতে চলেছে এই কোম্পানি। সূত্র: এনডিটিভি

/এসএম

Related Articles

Leave a Reply

Close
Close