শিক্ষা-সাহিত্য

বিটাকের কার্যক্রম প্রতিটি বিভাগেই নিয়ে যাওয়া হবে: শিল্পমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কারিগরি শিক্ষার প্রসারে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) কার্যক্রম পর্যায়ক্রমে প্রত্যেকটি বিভাগেই নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন।

সোমবার (৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বিটাক কার্যালয়ে নতুন প্রকল্প পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, উন্নতর প্রযুক্তিতে কারিগরি দক্ষতা সম্পন্ন জনবল তৈরিতে বিটাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। দেশের শিল্প খাতের সম্প্রসারণ এবং নিরবিচ্ছিন্ন উৎপাদনে সহযোগিতা করার লক্ষ্যে প্রতিটি বিভাগে বিটাকের শাখা স্থাপন করা হবে।

এ সময় বিটাকের নতুন প্রকল্প টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের নানা দিক তুলে ধরেন বিটাকের পরিচালক ইহসানুল করিম। এ সময় তিনি জানান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের নতুন দিগন্ত উন্মোচিত হবে একই সঙ্গে তৈরি হবে নতুন উদ্যোক্তা।

Related Articles

Leave a Reply

Close
Close