শিক্ষা-সাহিত্য
বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা বলেছেন ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
মঙ্গলবার (৮ অক্টোবর) শিক্ষার্থীদের আন্দোলনস্থলে গিয়ে তিনি একথা বলেন।
অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘আমাদের দেশে বর্তমানে যে পরিস্থিতি তাতে আমার মনে হয় না যে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকার দরকার আছে। বুয়েটে ছাত্র রাজনীতি থাকার কোনো প্রয়োজন নেই।’
তবে সুনির্দিষ্ট পদক্ষেপের কথা না বলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান আন্দোলনরত শিক্ষার্থীরা।
একপর্যায়ে মিজানুর রহমান বলেন, ‘আমি উপাচার্যকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা বলতে পারি। এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’
আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি।’
এদিকে আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে উপাচার্যকে ক্যাম্পাসে আসার জন্য আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের ৮ দফা দাবির মধ্যে এ আল্টিমেটাম উল্লেখ করা হয়েছে।