দেশজুড়ে
ক্যাসিনোর অবৈধ আয়, ২০ জনের তালিকা দুদকে
ঢাকা অর্থনীতি ডেস্ক: ক্যাসিনো কারবারে জড়িতদের জ্ঞাত আয় বহির্ভূত অর্থের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। ইতোমধ্যে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনকারী ১৫/২০ জনের তালিকা হাতে এসেছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, চলমান অভিযানে গ্রেফতারকৃতদের প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক।
এসময় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিষয়ে দুদকের অবস্থান জানতে চান সাংবাদিকরা। ইকবাল মাহমুদ বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। প্রশাসনের নাকের ডগায় কিভাবে ক্যাসিনো চলতো, সে বিষয়ে তিনি বলেন এটা দুদকের কাজ নয়।