দেশজুড়েপ্রধান শিরোনাম
ঝিনাইদহে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঝিনাইদহে ট্রাক চাপায় আমিরুল ইসলাম (৩৮) নামে এক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।
সোমবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার কয়ারগাছী নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কনস্টেবল আমিরুল সদর থানার কাতলামারী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। সকালে আমিরুল মোটরসাইকেলে করে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় কয়ারগাছী এলাকায় পৌঁছালে পেছন থেকে গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তার ওপর পড়ে যান। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আমিরুল মারা যায়।
তিনি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।