বিনোদন

বাদ পড়লেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সম্প্রতি ‘স্বপ্নবাজি’ সিনেমাটির অভিনয়শিল্পীদের নিয়ে ফটোশুট ও কিছু পরীক্ষামূলক ভিডিও ধারণ করেছিলেন নির্মাতা রায়হান রাফি। এই ফটোশুটে অংশ গ্রহণ করেছিলেন ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়া জান্নাতুল ফেরদৌস ঐশী।

আনুষ্ঠানিক ভাবে চুক্তিবদ্ধ না হলেও মৌখিক ভাবে এই ছবির জন্য চূড়ান্ত হয়েছিলেন তিনি। কিন্তু শুটিং শুরুর আগেই এই সিনেমা থেকে বাদ পড়ে গেছেন এই অভিনেত্রী।

জানা গেছে, গ্ল্যামার জগতের গল্প নিয়ে এই সিনেমাটি নির্মাণ করবেন রাফি। সিনেমার কাহিনীর চরিত্রের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় স্বপ্নবাজি অভিনয় করা হচ্ছে না ঐশীর।

সিনেমাটির পরিচালক রায়হান রাফি বলেন, ‘আমার সিনেমার গল্পের প্রয়োজনে ধূমপান ও ভিন্নরকম পোশাকের কিছু ব্যাপার থাকছে। কিন্তু এই ধরণের চরিত্রে অভিনয়ে আপত্তি জানিয়েছেন ঐশী। কিন্তু এখন তো আর গল্প পরিবর্তন করা সম্ভব না। তাই ঐশীকে এই সিনেমায় রাখা সম্ভব হচ্ছে না।’

রায়হান রাফি আরও বলেন, ‘এই গ্ল্যামারস ওয়ার্ল্ডে প্রতিনিয়ত শতশত তরুণ-তরুণী তারকা হতে আসেন। তারা সাফল্য পেতে অনেক কাঠ-খড় পোড়ান। এসব মডেলদের ফ্যাশন জগতের পথচলা, পরিশ্রম নিয়েই আমাদের ছবির গল্প। আমাদের সিনেমায় দর্শকদের কাছে নতুন একটি বিষয় তুলে ধরবো।’

ফ্যাশন ইন্ডাস্ট্রির গল্পে নির্মিত হচ্ছে ‘স্বপ্নবাজি’। এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম আহমেদ, মাহিয়া মাহি ও প্রিয়া জান্নাতুল। সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজনা করছে পি এইচ এন্টারটেইনমেন্ট।

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close