রাজস্বশিল্প-বানিজ্য

৭ দিনের মধ্যে বিসিকের সব ফাইল নিষ্পত্তির নির্দেশ; শিল্প প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:  সাত দিনের মধ্যে বিসিকের মাঠ পর্যায়ে ফাইল নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। কোন শিল্পোদ্যোক্তা যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিসিকের শিল্পনগরীর কর্মকর্তাদের সচেতন আহবান জানান ।

রোববার (০৬ অক্টোবর) রাজধানীর উত্তরায় অবস্থিত ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্রে বিসিকের বার্ষিক সম্মেলন ২০১৯-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিল্প প্রতিমন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন। বিসিকের চেয়ারম্যান মোঃ মোশ্তাক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মোঃ আবদুল হালিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিকের পরিচালক (প্রযুক্তি) ড. আব্দুস ছালাম। আরও উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ) মোঃ খলিলুর রহমান, পরিচালক (বিপণন ও নকশা) মোঃ মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ ও সচিব বিসিক মোস্তাক আহমেদ। বিসিকের দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন-২০১৯-এ বিসিকের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের কার্যালয়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাসমূহের কোন প্রকার দুর্নীতি হলে সেটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শিল্পকারখানা ব্যতীত যাতে অন্য কোনো স্থাপনা না থাকে, সে বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, মাঠ পর্যায়ে ভালো কাজের জন্য কর্মকর্তাদের বিশেষ প্রনোদনা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য বিসিকের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান ২০১৮-‘১৯ অর্থবছরের বিসিকের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের মতো আধুনিক শিল্প নগরী বিসিকের অধীনে স্থাপন করা হবে। এ জন্য চারটি আমব্রেলা প্রজেক্ট বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Close
Close