আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য

সাতক্ষীরা ও চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ঢুকেছে ভারতীয় পেঁয়াজের ২৮০ ট্রাক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সাতক্ষীরার ভোমরা ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় অপেক্ষামান প্রায় ২৭০ থেকে ২৮০ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। গত কয়েকদিন অনুমতির অপেক্ষায় ভারতের অভ্যন্তরে মোহদিপুর স্থলবন্দরে আটকে ছিল আটকে ট্রাক।

শনিবার (০৫ অক্টোবর) দুপুর থেকে সাতক্ষীরার ভোমরায় ৮০ টি  ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে দিয়ে ২০০ টি প্রবেশ শুরু করে আমদানিকৃত পেঁয়াজবাহী এই ট্রাকগুলো।

এদিকে, এই পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করার পর কিছুটা হলেও পেঁয়াজের দাম কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় পেঁয়াজের মূল্য আকষ্মিকভাবে বৃদ্ধি পায়। বর্তমানে সাতক্ষীরার খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকা কেজি দরে এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকা কেজি দরে।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার আগে ভোমরাবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় অপেক্ষামান প্রায় ৭০ থেকে ৮০ ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশের জন্য অপেক্ষায় ছিল।

বাংলাদেশ ও ভারত উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি সাপেক্ষে আজ শনিবার দুপুরে অপেক্ষামান পন্যবাহি পেঁয়াজের ট্রাকগুলো ভোমরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।

তিনি আরো বলেন, সন্ধ্যা পর্যন্ত এই ট্রাকগুলো ভোমরা বন্দরে প্রবেশ করবে। ভোমরা কাষ্টমস শুল্ক ষ্টেশনের রেভিনিউ অফিসার বিকাশ চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Close
Close