শিক্ষা-সাহিত্য
গণ বিশ্ববিদ্যালয়ে দুর্গা পূজার ছুটি শুরু শনিবার
গবি প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে শনিবার (৫ অক্টোবর) থেকে মঙ্গলবার (৮অক্টোবর) পর্যন্ত মোট ৪ দিনের ছুটি পাচ্ছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শনিবার (৫অক্টোবর) থেকে মঙ্গলবার (৮অক্টোবর) পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়াও প্রশাসনিক কার্যক্রম আগামী মঙ্গলবার (৮ অক্টোবর) বন্ধ থাকবে। আগামী বুধাবার (৯অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে।
উল্লেখ্য, ৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ৪ দিনের সাথে অতিরিক্ত ১দিন অর্থাৎ মোট ৫ দিনের ছুটি পাচ্ছে গবি শিক্ষার্থীরা।
/আরএইচ/ আরকে