শিক্ষা-সাহিত্য
জাবিতে ভিসিপন্থী শিক্ষকদের গণসংযোগ
ঢাকা অর্থনীতি ডেস্ক: পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ক্যাম্পাসে গণসংযোগ কর্মসূচি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিপন্থী বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।
বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন অনুষদে এই গণসংযোগ করেন শিক্ষকরা।
এর আগে গতকাল দুর্নীতির মিথ্যা অভিযোগ তোলে উপাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার বেলা সাড়ে ১১টায় ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।
এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে ধর্মঘট চলছে। এতে পূর্বনির্ধারিত পরীক্ষা ছাড়া সব ধরণের ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে বের হতে দেয়া হচ্ছে না পরিবহন পুলের বাস। গতকালও কর্মকর্তা-কর্মচারীরা ভবনে প্রবেশ করতে না পারায় বন্ধ ছিলো প্রশাসনিক কার্যক্রম।