বিশ্বজুড়ে

অতিরিক্ত কাজের চাপে জাপানে মৃত্যুর সংখ্যা এখনো বাড়তি

ঢাকা অর্থনীতি ডেস্ক: অতিরিক্ত কাজের চাপে মৃত্যুর প্রতিরোধে বিশেষ করে নির্মাণ এবং গণমাধ্যম’সহ অন্যান্য শিল্পের প্রতি আহ্বান জানিয়েছে জাপান সরকারের একটি প্রতিবেদন।

মঙ্গলবার ( ০১ অক্টোবর) “কারোশি” নামে পরিচিত জাপানে অতিরিক্ত কাজের চাপে ঘটা মৃত্যুর নানা দিক উন্মোচনকারী একটি শ্বেতপত্রের অনুমোদন দিয়েছে জাপান সরকার।

প্রতিবেদনে বলা হচ্ছে, ২০১৮ অর্থবছরে অতিরিক্ত কাজের কারণে সৃষ্ট অসুস্থতা থেকে মৃত্যু বা আত্মহত্যার ১শ ৫৮টি ঘটনাকে স্বীকৃতি দিয়েছে দেশের শ্রম কর্তৃপক্ষ। এতে আরও বলা হয়, এক দশকের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন হলেও এটি এখনও যথেষ্ট বেশি।

ঐ প্রতিবেদন অনুযায়ী নির্মাণ শিল্পের ক্ষেত্রে ২০১০ সাল থেকে পাঁচ বছর সময়ে অতিরিক্ত কাজের চাপে সৃষ্ট মস্তিষ্কের ব্যাধি এবং হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৮ জন কর্মীর মৃত্যু ঘটেছে। এতে আরও বলা হয়, একই সময়ে নির্মাণ শিল্পের ৫৪ জন কর্মী মানসিক অসুস্থতা থেকে আত্মহত্যা করেন।

অন্যদিকে, গণমাধ্যম শিল্পে, একই পাঁচ বছর সময়ে অতিরিক্ত কাজের চাপে সৃষ্ট অসুস্থতায় ১০ ব্যক্তি মারা যান এবং অপর ৪ ব্যক্তি আত্মহত্যা করেন।

Related Articles

Leave a Reply

Close
Close