আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় র‍্যাব ও পূজা কমিটির মতবিনিময়

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা-২০১৯ উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) র‍্যাব-৪ এর আয়োজনে সকাল ১১ টায় সিপিসি-২, আশুলিয়ার নবীনগর ক্যাম্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন র‍্যাব-৪ এর কোম্পানী কমান্ডার ও উপ- পরিচালক মেজর শিবলী মোস্তাফা। আরও উপস্থিত ছিলেন, র‌্যাব-৪ এর আওতাধীন এলাকার বিভিন্ন পূজা কমিটির প্রায় ৪০ জন প্রতিনিধি।

র‍্যাব জানায়, আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা-২০১৯ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময়য় বিভিন্ন পূজামন্ডপে আগত সবাই যাতে সাচ্ছন্দে পূজা উদযাপন করতে পারে সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব-৪ নিরাপত্তা বিধানে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করে। এছাড়াও অধিনায়ক মহোদয় আগত পূজা কমিটির প্রতিনিধিদের কাছ থেকে নিরাপত্তা বিষয়ক বিভিন্ন পরামর্শ আহবান করেন।

Related Articles

Leave a Reply

Close
Close