প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য
ভিসির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে জাবিতে মানববন্ধন
জাবি প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্পের দুর্নীতির অভিযোগ এনে উপাচার্য ফারজানা ইসলামকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে পদত্যাগের দাবির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
বুধবার (০২ অক্টোবর) বেলা ১২টার সময় মিথ্যা অভিযোগকারী চিহ্নিত দুর্নীতিবাজ ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।
মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্প উন্নয়নে বাধা সৃষ্টি করার লক্ষ্যে একটি কুচক্রী মহল পাঁয়তারা করছে।
এছাড়া যারা মিথ্যাচার করে উপাচার্যকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে ও বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা তৈরি করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা ।