দেশজুড়ে
৩৬ স্বর্ণের বারসহ বিমানের ক্লিনার আটক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক ক্লিনারের কাছ থেকে ৪ কেজি ২৫৬ গ্রাম ওজনের ৩৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। উদ্ধার হওয়া স্বর্ণের দাম ১ কোটি ৮০ লাখ টাকা।
বুধবার (২ অক্টোবর) সকালে মোহা. ইলিয়াস নামে ওই ক্লিনারের কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণসহ ওই কর্মচারীকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তারা।