বিশ্বজুড়ে
হংকংয়ে সেনা মোতায়েন দ্বিগুণ করেছে চীন
ঢাকা অর্থনীতি ডেস্ক: হংকংয়ে সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দ্বিগুন সেনা মোতায়েন করেছে চীন। সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। কয়েকজন বিদেশি দূতের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থাটি।
তারা বলেন, বিক্ষোভ শুরুর আগে হংকংয়ে চীনের তিন থেকে পাঁচ হাজার সেনা ছিল। বিক্ষোভ শুরুর পর থেকে স্বায়ত্ত্বশাসিত এই অঞ্চলটিতে দশ থেকে বারো হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
এর আগে, গেল আগস্টে হংকং সীমান্তে চীন কয়েক হাজার সেনা মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে, একে রুটিন অপারেশন বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়াতে দাবি করা হয়। তবে, হংকংয়ে অবস্থানরত বিদেশি দূতেরা চীনের দাবি প্রত্যাখ্যান করেন।
যুক্তরাজ্য থেকে চীনের কাছে হস্তান্তরের পর হংকংয়ে কখনোই এত সেনা মোতায়েন করা হয়নি। চীনের স্বাধীনতা দিবসকে সামনে রেখে হংকংয়ের সরকার বিরোধী বিক্ষোভকারীদের দমন করতে এত সেনা মোতায়েন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
/এসএম