ব্যাংক-বীমাশিল্প-বানিজ্য
যাত্রা শুরু করলো মোবাইল ব্যাংকিং সেবা ‘ডিমানি’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আধুনিক লাইফস্টাইল ও আর্থিক বিভিন্ন সেবাদানের প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করলো নতুন ডিজিটাল পেমেন্টের মোবাইল ব্যাংকিং সেবা ডিমানি। একই সঙ্গে চালু করা হলো অ্যাপও।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যিকভাবে ওই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকেই স্মার্টফোনে ডিমানি অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খোলার সঙ্গে নিজের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে ডিমানি অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর করা যাবে।
লাইফস্টাইল সেবার বিল, টপ-আপ, বিল পরিশোধ, টিকেটিং, ফুড, বিমা ও স্বাস্থ্যসহ ব্যবহারকারীদের প্রতিদিনের প্রয়োজন মেটাতে অন-ডিমান্ড এবং ডে-টু-ডে সেবা পাওয়া যাবে।
ডিমানি ব্যবহারকারীরা কিউআর কোড এবং অনলাইন গেটওয়ের মাধ্যমে বিভিন্ন টাচ পয়েন্টে বিল পরিশোধ পরিশোধ করতে পারবেন। ডিমানির রিটেইল কিউআর কোড ইএমভিসিও সমর্থনযোগ্য এবং শীর্ষস্থানীয় পেমেন্ট নেটওয়ার্ক ভিসা ও ইউনিয়ন পে’র সঙ্গে যুক্ত। বর্তমানে আড়াই হাজারের বেশি অফলাইন এবং অনলাইন স্টোরে ডিমানির পেমেন্ট সুবিধা রয়েছে। ডিমানির কিউআর অ্যালায়েন্সের অংশ হতে যাচ্ছেন দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) অনুমোদন পায় ডিএমবিএল।