আমদানি-রপ্তানীপ্রধান শিরোনাম
চাল আমদানিতে শুল্ক বেড়ে ৫৫ শতাংশ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চাল আমদানিতে রেগুলেটরি ডিউটি আরোপ করেছে সরকার। কৃষকদের লোকসানের হাত থেকে বাঁচাতে বিভিন্ন মহল থেকে দাবির প্রেক্ষিতে আজ এই সিদ্ধান্ত এল।
জাতীয় রাজস্ব বোর্ড (এববিআর) থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাল আমদানির ক্ষেত্রে রেগুলেটরি ডিউটি ২৫ শতাংশ করা হয়েছে। এই শুল্ক আগে ৩ শতাংশ ছিল। এছাড়াও চালের ওপর ৫ শতাংশ হারে অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। এর বাইরে, আগের ২৫ শতাংশ আমদানি শুল্ক বহাল রাখা হয়েছে।
এনবিআর বলছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চাল আমদানি নিরুৎসাহিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বুধবার থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে।
সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে, চাল আমদানির ক্ষেত্রে পূর্বের ২৫ শতাংশ আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি ২৫ শতাংশ ও আগাম ৫ শতাংশ আয়কর মিলিয়ে এখন মোট ৫৫ শতাংশ করভার প্রযোজ্য হবে।
/আরএম