শিক্ষা-সাহিত্য

ফারাজ গোল্ডকাপে গণ বিশ্ববিদ্যালয়ের জয়লাভ

মো.রাকিবুল হাসান, গবি প্রতিনিধি : সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে ১-০ ব্যবধানে হারিয়ে ইউনাইটেড গ্রুপ ফারাজ আন্ত:বিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে শুভ সূচনা করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)।

মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) সকাল ৮ টায় রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে একের পর এক অাক্রমনে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখে গবি টিম। কিন্তু নিখুত ফিনিশিংয়ের অভাবে কাঙ্খিত গোলের দেখা মিলছিল না।

গবির অাক্রমণ সামলে সাউথ ইস্ট ইউনিভার্সিটি মাঝে মাঝে দুয়েকটা কাউন্টার অ্যাটাক করলেও গণ বিশ্ববিদ্যালয়ের শক্ত রক্ষণভাগ সেটা দারুণভাবে প্রতিহত করে।

বাজেভাবে ফাউল করায় সাউথ ইস্ট ইউনিভার্সিটির এক খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয় এবং এরই সাথে গোলশূন্যভাবে বিরতিতে যায় উভয় দল।

বিরতি শেষে নিজেদের গুছিয়ে নিয়ে শুরু থেকেই অাক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। একই সাথে গবি টিমের দুর্দান্ত ফুটবলে জমে ওঠে খেলা। উভয় দল দারুণ ফুটবল উপহার দিলেও গোলের দেখা মিলছিল না।

অবশেষে ম্যাচের ৬৩ মিনিটে দারুণ এক টিমওয়ার্কে দলকে ১-০ এগিয়ে নেন গণ বিশ্ববিদ্যালয়ের মো. রাসেল মুনশী। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে সাউথ ইস্ট ইউনিভার্সিটি বেশ কয়েকটি অাক্রমণ করলেও সাফল্য মেলেনি। ফলে ১-০ গোলে জয়ী হয়ে মাঠ ছাড়ে ক্রীড়াঙ্গনে প্রভাব বিস্তারকারী গণ বিশ্ববিদ্যালয় টিম।

দলের জয়ে একমাত্র গোলকারী মো. রাসেল মুনশী ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। অাগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ মাঠে ডি গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ইউনিভার্সিটির মুখোমুখি হবে গণ বিশ্ববিদ্যালয়।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি অার্টিজান বেকারীতে মর্মান্তিক হত্যাযজ্ঞের অন্যতম শিকার ফারাজ অাইয়াজ হোসেন। অসীম সাহসী ফারাজ সেদিন বন্ধুদের বাঁচাতে জীবন উৎসর্গ করেছিলেন।

মৃত্যুঞ্জয়ী ফারাজকে উৎসর্গ করে গত দুই বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে গোল্ডকাপ ফুটবলের অায়োজন করে অাসছে সোনালী অতীত ক্লাব। তৃতীয়বারের মত অায়োজিত এই প্রতিযোগিতায় এবার অাটটি গ্রুপে ২২ টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

এছাড়াও এবারের আসরের উল্লেখযোগ্য দল হিসেবে থাকছে,জাহাঙ্গীরনগর,ইউল্যাব, ইস্ট ওয়েস্ট, ড্যাফোডিল, আইইউবিএটি, সিটি বিশ্ববিদ্যালয়, ফারইস্ট,সাউদার্ন, আইইউবি, প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়সহ আরো অনেকে । ২০১৭ সাল থেকে চলে আসা এই টুর্নামেন্টে এবারের স্পন্সর হিসেবে থাকবে শাহ জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-১৯’এ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাভারের এই গণ বিশ্ববিদ্যালয়।

Related Articles

Leave a Reply

Close
Close