তথ্যপ্রযুক্তি
অ্যানড্রয়েড ও আইফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ অ্যানড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন বছরের শুরুতেই খারাপ খবর দিতে চলেছে সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপ।
২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে অ্যানড্রয়েড ভার্সন ২, ৩,৭ এবং আইফোন আইওএস-৮’ এ আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে টুইটে এ খবর পোস্ট করে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
পোস্টে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাস থেকে আনড্রেয়েড ২, ৩, ৭ এবং আইফোন আইওএস-৮ এ আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না। এ ছাড়াও ওই ফোনগুলিতে হোয়াটসঅ্যাপের নতুন কোনও ভার্সনও আর আপডেট করা যাবে না।