দেশজুড়েপ্রধান শিরোনাম
চট্টগ্রামে তিন ক্লাবে র্যাবের অভিযান

ঢাকা অর্থনীতি ডেস্ক: চট্টগ্রামের তিনটি বড় ক্লাবে অভিযান চালিয়েছে র্যাব।
শনিবার রাতে নগরের সদরঘাটে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, হালিশহরে আবাহনী লিমিটেড ও আইস ফ্যাক্টরি সড়কে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কার্যালয়ে অভিযান চালানো হয়। তবে কাউকে আটক করতে পারেনি র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক(মিডিয়া) মাহমুদুল হাসান মামুন সমকালকে বলেন, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কার্যালয়ে অভিযান চালানো হয়।
কার্যালয়গুলোতে কাউকে পাওয়া যায়নি। দুইটি ক্লাবের কার্যালয় থেকে বেশ কিছু জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আবাহনী লিমিটেডে এখনো অভিযান চলছে…।