দেশজুড়ে

দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে আটক ১

ঢাকা অর্থনীতি ডেস্ক: খাগড়াছড়ি মহালছড়িতে দৃষ্টি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে রতন ত্রিপুরা (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রতন ত্রিপুরা যৌথ খামার ত্রিপুরা পাড়ার সুখেন্দু ত্রিপুরার ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে দৃষ্টি প্রতিবন্ধী ওই নারীকে বাড়িতে একা পেয়ে রতন ত্রিপুরা ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে থানায় এসে অভিযোগ করেন ভুক্তভোগী। পুলিশ আজ শনিবার ধর্ষক রতন ত্রিপুরাকে তার বাড়ি থেকে আটক করে।

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের অভিযোগে রতন ত্রিপুরা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রনেকাকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close