দেশজুড়েপ্রধান শিরোনাম

‘ক্যাসিনো’ চালানোর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ‘ক্যাসিনো’ চালানোর মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়াকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার পর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম এই তথ্য নিশ্চিত করেন।

এরআগে, বিকেল থেকে গুলশান-২-এ বাসাটি ঘিরে রাখে র‌্যাব।

এই প্রসঙ্গে লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম বলেন, ‘গুলশান-২-এর ৫৯ নম্বর সড়কে ৪ নম্বর প্লটে একজন অভিযুক্তের বাসা ঘিরে রাখা হয়েছে।’

এদিকে, বাসার দারোয়ান হেমায়েত হোসেন বলেন, ‘বিকেল সাড়ে ৩টায় বাসায় আসেন খালেদ মাহমুদ। এর পরপরই র‌্যাব বাসায় আসে।’

তবে, খালেদের বাসা থেকে কিছু উদ্ধার হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। র‌্যাব সদস্যদের সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খালেদের বাসাতেই অবস্থান করতে দেখো গেছে।

Related Articles

Leave a Reply

Close
Close