বিনোদন
বিপাকে পপি
ঢাকা অর্থনীতি ডেস্ক: শোবিজ তারকাদের ফেসবুক হ্যাকড নতুন কিছু নয়। দেশের তারকাদের আইডি নিয়মিতভাবে হ্যাকড হচ্ছে। এতে বিপদে পড়ছেন তারকারা। কারণ হ্যাকাররা নানা রকম বাজে ম্যাসেজ পাঠাচ্ছে আইডির বন্ধুদের।
এবার হ্যাকারদের কবলে পড়ে নাজেহাল অবস্থা এক সময়ের জনপ্রিয় নায়িকা পপির। ৭ সেপ্টেম্বর পপির ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়। এরপর তার অ্যাকাউন্ট থেকে একাধিক পোস্ট করা হয়। তাদের মেসেঞ্জারের ইনবক্সেও অপ্রাসঙ্গিক ও বাজে মেসেজ দেয়া হচ্ছে।
পপি বলেন, আমি খুবই বিব্রত। হ্যাকার এরই মধ্যে কয়েকটি স্ট্যাটাস দিয়েছে। আশা করি আমার বন্ধু, ভক্ত ও ফলোয়াররা এ নিয়ে বিভ্রান্ত হবেন না। শঙ্কায়ও আছি। আমি শুনেছি, হ্যাকার অনেকের কাছে বাজে বার্তা পাঠাচ্ছে। কেউ কেউ হয়তো আমাকে ভুল বুঝছেন।
এই নায়িকা আরও বলেন, আইডি উদ্ধার হওয়ার পর আমি নিজেই এ বিষয়ে স্ট্যাটাস দিয়ে সবাইকে পরিষ্কার করে জানিয়ে দেব। তবে এসব অপরাধী এভাবে যাতে কাউকে হেনস্তা করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের আরও কঠোর হওয়া দরকার।
/একে