দেশজুড়ে
বাল্যবিয়ের দায়ে বরকে ৯০ হাজার টাকা জরিমানা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বরের বাড়িতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
অর্থদণ্ড পাওয়া নাহিদ সিকদার (২৬) উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের ৭ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করেন নাহিদ। পরে গোপন তথ্যের ভিত্তিতে বিয়ের পরদিন সোমবার রাত ৯টার দিকে নাহিদের বাড়িতে গিয়ে বাল্যবিয়ের সত্যতা পান উপজেলা সহকারী কমিশনার। পরে তাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাহিদকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৭ম শ্রেণির এক ছাত্রীকে ১৯ বছর বয়স বানিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে এই বিয়ে পড়ানো হয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উকিলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হবে।’