প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

নকল প্রসাধনী বিক্রির দায়ে সাভারে দুই দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নকল ও মেয়াদউর্ত্তীণ প্রসাধনী বিক্রীর অভিযোগে সাভারে একটি মার্কেটের দুটি দোকানে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) দুপুরে সাভার বাজার বাসষ্ট্যানের দিলখুশা সুপার মার্কেটের নীল আকাশ বিউটি কর্নারকে ২৫ হাজার টাকা ও ব্যাংকক জহির বিউটি কর্নারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদোলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ বলেন, দিলখুশা সুপার মার্কেটের নীল আকাশ বিউটি কর্নার ও ব্যাংকক জহির বিউটি কর্নারে অভিযান চালিয়ে মেয়াদউর্ত্তীণ ও নকল প্রসাধনি পাওয়া যায়। ফলে এ দুই দোকান মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করে সর্তক করে দেয়া হয়েছে।

এর আগে ভ্রাম্যমান আদালত হেমায়েতপুরের হরিণধরা এলাকার কাচাঁ বাজারে মাছের দোকান গুলোতে অভিযান চালাতে গেরে কয়েকজন মাছ ব্যবসায়ী দোকান ছেড়ে পালিয়ে যায়।পরে অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close