আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় প্রতারণার অভিযোগে ২ বিদেশী নারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় নকল মোবাইল ফোন বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে দুই চীনা নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নিন্মমানের প্রায় ৪০ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (১৫ সেপ্টেম্বর) আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহসড়কে ফুটপাতে মোবাইল বিক্রিরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এই দুই বিদেশী নারী নকিয়া-স্যামসাংসহ বিদেশী উন্নতমানের মোবাইলের অবিনব নকল মোবাইল তুলনামুলক কম টাকায় বিক্রি করে প্রতারণা করে আসছিল। পূর্বে প্রতারিত হওয়া লোকজন তাদের দেখে থানায় খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, তারা দীর্ঘদিন যাবৎ সাধারন মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। দামী মোবাইলের অভিনব নকল মোবাইল তারা আসল বলে বিক্রি করতো। তাদের কাছ থেকে নিন্মমানের প্রায় ৪০ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।