বিনোদন

মীরাক্কেল উপস্থাপক মীরের আত্মহত্যার চেষ্টা!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জনপ্রিয় টিভি শো ‘মীরাক্কেল’ উপস্থাপক মীর আফসার আলী আত্মহত্যার চেষ্টা করেছেন। এক রাতেই ৮৭টি ঘুমের ওষুধ খেয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মীর নিজেই। গত দুই বছরে চারবার আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। বারবারই মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন।

মীর বলেন, গত দুই বছরে আমি চারবার আত্মহত্যার চেষ্টা করেছি। এ ঘটনায় আমাকে আনোয়ার শাহ রোডের হসপিটালে ভর্তি করা হয়েছিল। আর এবার নিজের বাড়িতে সুইসাইড অ্যাটেম্পট করতে গিয়েছিলাম।

৮৭টি ঘুমের ওষুধ খেয়ে ফিরে আসার অভিজ্ঞতা কথা জানিয়ে মীর বলেন, ঘুমের ওষুধ খাওয়ার পর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসি। তবে সে সময়ে আমার মনে হয়েছিল আমি আর ফিরবো না।

নাম যশ টাকা কোনো কিছুর অভাব নেই। তবুও কেন আত্মহত্যার চেষ্টা এমন প্রশ্নের জবাবে তিনি বলের, কিছু একটার পেছনে ছুটতে থাকা, কিছু একটা তাগিদ, কোনো একটা জেদের বশে, করেছি এই কাজ।

তবে এই পথে পা বাড়াতে চান না মীর। বরং মানুষকে আত্মহত্যা থেকে ফেরানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close