দেশজুড়ে

কক্সবাজারে হাতির আক্রমনে কৃষকের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্ক: কক্সবাজার সদরের ঈদগাঁওতে ধান পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমনে এক ব্যাক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত (১২ সেপ্টেম্বর) আনুমানিক সাড়ে বারটার দিকে ভূতিয়া পাড়ায়। নিহত ব্যাক্তি ঈদগাঁও ইউনিয়নের পূর্ব ভূতিয়ার পাড়ার মৃত আশু আলীর পূত্র নজির আহমদ বলে জানা গেছে। তবে তার পূর্বের বাড়ী ভারুয়াখালী ননামিয়া পাড়ায়। সে দীর্ঘদিন ধরে ভূতিয়ায় পাড়ায় শশুর বাড়ীতে অবস্থান করছেন।

স্থনীয়রা জানান, নজির বাড়ীর পাশে ধান পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণ থেকে বাচঁতে পারেনি। সে সময় তাকে মেরে ইউপি সদস্য কামাল উদ্দিনসহ আরো কয়েকজনকে দৌড়াতে থাকে বন্যহাতির দল। এরই কিছুক্ষন পর লোকজন জড়ো হয়ে হাতির দিকে এগিয়ে যায়। সেখানে হাতির কবল থেকে নজির আহমদকে উদ্বার করে ঈদগাঁওর এক হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে বলে স্থানীয় মেম্বার জানিয়েছেন।

ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান,ঈদগাঁওতে বন্যহাতির আক্রমনে নজির নামের এক ব্যাক্তি মারা গেছে।

Related Articles

Leave a Reply

Close
Close