দেশজুড়ে
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ৬ জেলে নিখোঁজ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বরগুনায় বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে দুটি মাছ ধরার ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এ ঘটনায় ২৯ জেলে উদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত ছয় জেলে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় পারের হাটের ইকবাল মিয়ার আলসত্তার নামের একটি ট্রলার পায়রা বন্দরের ১ নম্বর বয়া এলাকায় প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
নিখোঁজ জেলেরা হলেন- আনোয়ার, মনির, বাদশা, ফায়েজ, সঞ্জয়, হানিফা। এরা সকলেই পিরোজপুর জেলার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি বলেন, গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে দুটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। ট্রলার ডুবির প্রায় নয় ঘণ্টা পর বৃহস্পতিবার ১০টার দিকে পিরোজপুরের সুখ রঞ্জনের মালিকানাধীন এফবি অনিমা ট্রলারের মাঝি ২৯ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলার দুটি এবং ছয় জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বঙ্গোপসাগরের গঙ্গামতির দক্ষিণে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে পিরোজপুরের পাড়েরহাটের ইকবালের মালিকানাধীন ট্রলার এফবি আল-ছত্তারসহ ১৮ জেলে। এর কিছুক্ষণ পর ১৭ জন জেলেসহ পিরোজপুরের নিমাই বাবুর মালিকানাধীন এফবি পূর্ণিমা ট্রলার ডুবে যায়।
/আরএম