বিশ্বজুড়ে
পদত্যাগে বাধ্য হলেন নিসান মটরের প্রেসিডেন্ট
ঢাকা অর্থনীতি ডেস্ক: জাপানের জনপ্রিয় মটরগাড়ি নির্মাতা নিসান মটরের প্রেসিডেন্ট এবং সিইও হিরোতো সাইকাওয়া পদত্যাগ করতে যাচ্ছেন।
কোম্পানিটির পরিচালনা পরিষদ সোমবার (০৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।
পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইয়াসুশি কিমুরা জানান, পরিষদ সাইকাওয়া’কে অবিলম্বে পদত্যাগ করার অনুরোধ জানায় এবং সাইকাওয়া অনুরোধটি গ্রহণ করেন। কিমুরা হচ্ছেন নিসানের কোম্পানির বাইরে থেকে নিযুক্ত স্বতন্ত্র্য একজন পরিচালক। তিনি এও বলেন, সাইকাওয়া সেপ্টেম্বর মাসের ১৬ তারিখে পদত্যাগ করবেন।
কিমুরা ব্যাখ্যা করে বলেন, পরিষদ এই উপসংহারে উপনীত হয়েছে যে, সাইকাওয়া’কে পদত্যাগের জন্য অনুরোধ করার এখনই সময়, কেননা তার কৃতকর্মের তথ্য ফাঁস হয়ে পড়ার জন্য তিনি কোম্পানির ভিতর এবং বাইরের সমর্থন হারাচ্ছিলেন।
কোম্পানির শেয়ারের মূল্য ভিত্তিক সম্মানী প্রদান সংক্রান্ত এক কর্মসূচি নির্ধারিত অর্থের চেয়ে বেশি অর্থ গ্রহণ করার জন্য সাইকাওয়া চাপের মুখে ছিলেন।
যখন কার্লোস গন’এর কেলেঙ্কারির কথা ফাঁস হয় তখন সাইকাওয়া’র প্রতিও পদত্যাগ করার অনেক অনুরোধ আসে, কেননা তাকে গন’এর একজন ঘনিষ্ঠতম মিত্র হিসেবে দেখা হয়।