বিশ্বজুড়ে

নাইজেরিয়ায় আশুরার মিছিলে সেনাবাহিনীর গুলিবর্ষণে নিহত ৩

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নাইজেরিয়ার সেনাবাহিনী পবিত্র আশুরা উপলক্ষে শোকার্ত মানুষের ওপর গুলিবর্ষণে অন্তত তিন জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কয়েকটি শহরে হামলার এ ঘটনা ঘটেছে। এছাড়া নাইজেরিয়ার সেনাবাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়েছে। এর ফলেও অনেকে আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী আবুজায় আজ আশুরার শোক মিছিল করতে দেওয়া হয় নি। শোকার্ত মানুষ যাতে একত্রিত হতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছিল নিরাপত্তা বাহিনী।

গত বছরও নাইজেরিয়ার বিভিন্ন স্থানে আশুরার শোক মিছিলে হামলার ঘটনা ঘটেছে এবং বহু শোকার্ত মানুষ শহীদ হয়েছে।

এর আগে দ্য ইসলামিক হিউম্যান রাইটস কমিশন বা আইএইচআরসি সতর্ক করে বলেছিল, নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী শোক মিছিলে হামলার জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে।

Related Articles

Leave a Reply

Close
Close