ধামরাইস্থানীয় সংবাদ
ধামরাইয়ে মায়ের সঙ্গে অভিমান করে ছেলের আত্নহত্যা
ঢাকা অর্থনীতি ডেস্ক: ধামরাইয়ে মায়ের সঙ্গে অভিমান করে কামাল (২০) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়ীয়া জুটমিল এলাকায় নিজের ভাড়া বাসায় সে আত্মহত্যা করে। নিহত কামাল ধামরাইয়ের কালামপুর এলাকার বিশা ব্যাপারির ছেলে। সে স্থানীয় আকিজ ফুড আ্যান্ড বেভারেজ লিমিটেডের ডে-লেবার শ্রমিকের কাজ করতো।
পুলিশ জানায়, নিহতের কিছুটা মানসিক সমস্যা আছে। সে আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। আজ সকালে সে সকালে ডিউটিতে না যাওয়ায় তার মা বকাবকি করলে অভিমান করে দরজা বন্ধ করে দেয়। পরে বারবার ডাকলেও দরজা না খোলায় দরজা ভেঙে কামালের ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর বলেন, বারবাড়ীয়া এলাকায় ঝুলন্ত লাশের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারনা, ঘটনাটি আত্নহত্যা।