দেশজুড়ে

সড়কের পাশে নারী পোশাক শ্রমিকের লাশ

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজবাড়ী জেলার গোয়ালন্দে সড়কের পাশে পরে থাকা অবস্থায় হাছনা বেগম (৩৬) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোমবার (০৯ সেপ্টম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শামসুল মৃধার হাট সংলগ্ন রাস্তার পাশ থেকে মৃতদেহটি উদ্ধার হয়। নিহত হাসনা বেগম রংপুর জেলার বদরগঞ্জ এলকার মিজানুর রহমানের স্ত্রী বলে জানা গেছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে হাসনার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে সে ঢাকার একটি গার্মেন্টেসে চাকুরি করতো বলে জানা গেছে।

লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close