দেশজুড়ে
লঞ্চে অজ্ঞাত তরুণীর লাশ
ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে যাওয়া পটুয়াখালীর গলাচিপাগামী বাগেরহাট-২ লঞ্চের দোতলা থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (০৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লঞ্চটি গলাচিপা ঘাটে পৌঁছলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের পোশাকের সাথে ছোট একটি রুমাল পাওয়া গেছে যেখানে লামিয়া আর আল আমিন লেখা রয়েছে। নিহত যুবতীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর হবে।
লঞ্চের যাত্রী আ. রহিম মিয়া জানান, ঢাকার সদরঘাট থেকে গতকাল বিকালে লঞ্চটি গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় নিহত ওই মেয়েটির সাথে অন্য একটি ছেলে বসা ছিল। তারা এমনভাবে কথাবার্তা বলছিল যে, তাতে মনে হয়েছিল যে হয় তারা স্বামী-স্ত্রী নতুবা ভাইবোন। ঘন্টা দুয়েক পর হঠাৎ করে ছেলেটিকে দেখা যায়নি। ধারণা করা হয়েছে যে, ঢাকার সদরঘাট থেকে আসার পর নারায়নগঞ্জের ফতুল্লা স্টেশনে ছেলেটি লঞ্চ থেকে নেমে যায়।
পরে রাত ২টার দিকে মেয়েটি পেটে ব্যথা বলে চিৎকার দিয়ে অসুস্থ হয়ে পড়ে।
লঞ্চের সুপার ভাইজার আঃ লতিফ জানান, রাতে মেয়েটি অসুস্থ হওয়ার পর ঘুমিয়ে পড়ে। সকালে সব যাত্রী গলাচিপা ঘাটে নামলেও ওই মেয়েটি তখনো নামেনি। তখন আমাদের সন্দেহ হলে পুলিশকে খবর দিই।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের কোন কারণ জানা যায়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের আনসার, সুপারভাইজারসহ অন্যান্য স্টাপদের থানায় আসতে বলা হয়েছে।