দেশজুড়েপ্রধান শিরোনাম
রোহিঙ্গারাও সভা করছে, বিএনপি পারছে না: জাফরুল্লাহ চৌধুরী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আজকে রোহিঙ্গারাও সভা করেছে, আমরা সভা করতে পারছি না। ইঁদুরের মতো লুকিয়ে সভা করছি। আর মুখে বড় বড় কথা। এটা বোকামির কাজ। তাদের দেখে আমাদেরও মাঠে নামা উচিত।’
বুধবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সংকট নিরসনের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজে লাগানো উচিত বলে মন্তব্য করেছেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার তার ব্যর্থতা ঢাকার জন্য মানুষের ইমোশনকে অন্যদিকে তাড়িত করছে। আমরা সবাই চাই রোহিঙ্গারা চলে যাক, কিন্তু গলা ধাক্কা দিয়ে নয়, অকারণ অপবাদ দিয়ে নয়।’
তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যাটা জাতীয় সমস্যা। এই সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে চিরস্থায়ী সমস্যা সৃষ্টি হবে।’
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই এবং দুর্নীতিতে ভরে গেছে। দুর্নীতির কারণেই আজকে ক্ষমতায় যাওয়া ও ক্ষমতায় থাকার প্রবণতা বেশি। কারণ, বিনা ভোটে একবার ক্ষমতায় গেলে কোটি কোটি টাকা।’
বিডিসি’র সভাপতি এমএ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আহমেদ আজম খান, সাংবাদিক কাদের গণি চৌধুরী প্রমুখ।
#এমএস