দেশজুড়ে

ডিসির নম্বর ‘ক্লোন’ করে চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) ব্যক্তিগত মোবাইল নম্বর ‘ক্লোন’ করে বাগমারা উপজেলার চেয়ারম্যান অনিল কুমার সরকারের কাছে চাঁদা দাবি করার ঘটনা ঘটেছে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রকল্প দেওয়ার নাম করে এক লাখ টাকা চাওয়া হয়।

বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার সংবাদমাধ্যমে বলেন, ‘দুপুর ১২টার দিকে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে জেলা প্রশাসকের নম্বর থেকে কল আসে। রিসিভ করতেই নিজেকে জেলা প্রশাসক পরিচয় দিয়ে তার একটি ব্যক্তিগত নম্বর (০১৮৩০-৬৮৫০৬৮) দেন। ওই নম্বরে তিনি দ্রুত কল করতে বলেন।’

এরপর কল করলে রিসিভ করে মোবাইলের ওপার থেকে বলতে শুরু করেন, ‘আপনার ভাগ্য ভালো। আপনার জন্য একটা সুখবর আছে। আপনি কী চান? টিআর নাকি কাবিখা? যেটা চাইবেন সেটাই পাবেন। তবে এর জন্য আপনাকে দ্রুত একটি প্রকল্প প্রস্তাবনা দিতে হবে। সেই সঙ্গে বিকাশে এক লাখ টাকা পাঠাতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি বিষয়টি সঙ্গে সঙ্গে বাগমারা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানাই। ইউএনও বিষয়টি জেলা প্রশাসককে অবগত করেন।’ এ কাজে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, ‘আমি ওই সময়ে একটি মিটিংয়ে ছিলাম। বিষয়টি জানার পর দ্রুত পুলিশকে জানিয়েছি। তারা তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।’

Related Articles

Leave a Reply

Close
Close